অস্ত্রসহ গ্রেপ্তার যুবলীগ নেতা হত্যাকাণ্ডের আসামি। কুমিল্লার গৌরিপুরে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। কুমিল্লার দেবিদ্বারের বড়কামতা ইউনিয়ন ছাত্র্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সৈকতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দিনা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মাজহারুল ইসলাম সৈকত দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবিয়াবাদ গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ গ্রুপের অনুসারি বলে জানা গেছে। বুধবার (১০ মে) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে অস্ত্র উদ্ধার ও সৈকতের গ্রেফতার বিষয়ে তথ্যতুুলে ধরেন কুমিল্লা পুলিশ সুুপার আব্দুল মান্নান। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান জানান, জামালকে খুন করতে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। সৈকত স্বীকার করেছে, ঘটনার পর অস্ত্রগুলো তার কাছে রেখে যাওয়া হয়।