সোমবার, মার্চ ১৭, ২০২৫
spot_img
Homeবিনোদনআনন্দমেলা'য় অংশ নিতে বিমানবন্দরে তিন অভিনেতার আড্ডা

আনন্দমেলা’য় অংশ নিতে বিমানবন্দরে তিন অভিনেতার আড্ডা

‘আনন্দমেলা’য় অংশ নিতে বিমানবন্দরে তিন অভিনেতার আড্ডা,

বাংলাদেশীদের সবচেয়ে বড় আয়োজন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে  ‘আনন্দমেলা’য় অংশ নিতে উড়াল দিয়েছেন মোশারফ করিম, সাজু খাদেম ও জিয়াউল হক পলাশ।

বুধবার লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা।  এ সময় তাদরে সঙ্গে মোশাররফ করিমের স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই, পরিচালক রেদওয়ান রনি ও উপস্থাপিকা নীল হুরে জাহানও ছিলেন। দুবাই ট্রানজিট হওয়ায় সকালেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দেরে নামেন। সেখানে দীর্ঘক্ষণ আড্ডাবাজিও করেন।  তিন অভিনেতার আড্ডাবাজির সেই ছবি মোবাইলে ধারণ করেন রেদওয়ান রনি। তিনি ফেসবুকে তা পোস্টও করেন।  ক্যাপশনে লেখেন ‘সাত সকালে আড্ডা’।

আগামী ১৭ ও ১৮ জুন দুইদিনব্যাপী অনুষ্ঠিত হবে এবারের ‘আনন্দমেলা’। বাংলাদেশ থেকে মোশাররফ করিম, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ ছাড়াও অংশ নিচ্ছেন কেয়া পায়েল, ফারিয়া শাহরীন, মন্দিরা, গায়ক প্রতিক হাসান একঝাঁক তারকাশিল্পী।

ইতোমধ্যে বাংলাদেশে থেকে অনেক শিল্পী  লস অ্যাঞ্জেলসে পৌছেছেন, কেউ আবার কালকের মধ্যেই পৌছাবেন বলে জানিয়েছেন আনন্দমেলা আয়োজন কমিটির অন্যতম প্রধান মুহাম্মদ আলী।

তিনি বলেন, আজকে ও আগামী কালের মধ্যেই বাংলাদেশের তারকারা লস অ্যাঞ্জেলসে পৌছাবেন। অনেকেই এখন এখানে অবস্থান করছেন। প্রতি বছর  লস এঞ্জেলেসের বাঙালীরা এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ বিশাল পরিসরে এমন আয়োজন আর হয় না। এটা বাঙালীদের মিলনমেলায় পরিণত হয়। এবারও বাংলাদেশের তারকাদের উপস্থিতি নতুনমাত্রা পাবে বলেই আমি মনে করছি।’

অলাভজনক আয়োজন এই ‘আনন্দমেলা’। এর চেয়ারম্যান হিসেবে আছেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1