আমরা গাজীপুর হেরেছি ষড়যন্ত্রের কাছে।নাসিম
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, গাজীপুর সিটি নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমাদের আরও কিছু জানার আছে, অনেক কিছু বুঝতেও বাকি আছি। আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করছি।তিনি আরও বলেন, আমরা জানি, এই নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল জেলা ও মহানগর, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলা যুবলীগের নেতাকর্মীদের সমন্বয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম আরও বলেন, আমরা গাজীপুর থেকে সতর্ক হয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নতুন করে, নতুন উদ্যমে নির্বাচনী কৌশল পাল্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মানুষের কাছে যাবে। মানুষের কাছে গিয়ে আমরা ভোট ভিক্ষা করব। যতবার যাওয়ার প্রয়োজন আমরা যাব, যেন ভোটাররা বিরক্ত হয়ে বলে, তোমরা আর এসো না। আমরা তোমাদের নৌকা মার্কায় খোকন সেরনিয়াবাতকে ভোট দেবো। আর তখনই আমাদের যাওয়া বন্ধ হবে।
গাজীপুর সিটি নির্বাচনে পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুরের নির্বাচনের পরাজয়ের মধ্য দিয়ে আমাদের কোনো ক্ষতি হয়নি, আমাদের ক্ষতি হয়েছে- একজন মেয়রকে আমরা হারিয়েছি। কিন্তু আমরা অনেক বেইমান-বিশ্বাসঘাতকদের চিনতে পেরেছি। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগে বিশ্বাসঘাতকদের কোনো জায়গা হবে না।