মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
spot_img
Homeবিনোদনআসছে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ৮ সিনেমা।

আসছে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ৮ সিনেমা।

আসছে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ৮ সিনেমা।

সিনেমা বিনোদনের অন্যতম বড় মাধ্যম। এই সিনেমা ঈদ উৎসবে দর্শকদের জন্য বাড়তি আনন্দ যোগ করে। ঈদে সিনেমা প্রদর্শনের অনুমতি পেতে সেন্সর বোর্ডে এখনও জমা পড়ছে ছবি। মুক্তি প্রতীক্ষিত ছবির ব্যাপারে হল মালিক ও এজেন্টরা ছবি বুকিং নিশ্চিত করতে তোড়জোড় শুরু করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানে।

সাধারণত বড় বাজেটের ছবিগুলো মুক্তি পায় ঈদ উৎসবেই। তাই দেশের চলচ্চিত্র নির্মাতারা এখন পর্যন্ত ঈদে সিনেমা মুক্তির ‘সেরা সময়’ বলে মনে করেন। এ সময় নিজেদের সেরা ছবি মুক্তি দিতে চান সবাই। শুধু সিনেমা নির্মাণের ক্ষেত্রেই নয়, প্রচারণাতেও থাকে ভিন্নতা। ইন্টারনেটের কল্যাণে সিনেমার প্রচারণায় এসেছে বিশেষমাত্রা। বর্তমানে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও শুটিং শুরু হওয়ার আগে থেকেই প্রচারণায় সরব হয়ে ওঠেন সংশ্নিষ্টরা।
আসন্ন কোরবানির ঈদে সিনেমা মুক্তির প্রতিযোগিতা দেখা যাচ্ছে। এ পর্যন্ত ১৩টির মতো সিনেমার কথা শোনা যাচ্ছে, যেগুলো ঈদে মুক্তি দিতে চাইছেন প্রযোজকেরা।
ঈদে মুক্তির তালিকায় রয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’।

চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে এই ঈদে দীর্ঘ ৮ বছর পর প্রেক্ষাগৃহে ফিরবেন মাহফুজ আহমেদ। তাঁর বিপরীতে রয়েছেন শবনম বুবলী। ‘প্রহেলিকা’ ছাড়া চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ সিনেমাটিও ঈদে মুক্তির কথা শোনা যাচ্ছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ডিএ তায়েব ও পরীমণি। ঈদে ‘অন্তর্জাল’ নিয়ে আসার কথা দীপংকর দীপনের। ‘অন্তর্জাল’কে বলা হচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটিকে মোকাবিলার গল্প উঠে আসবে এতে। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ প্রমুখ।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বড় পর্দায় অভিষেক হচ্ছে এই ঈদে। রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়ক তিনি। তাঁর বিপরীতে থাকছেন তমা মির্জা। এই সিনেমার একটি আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। নিরব ও বুবলীর ‘ক্যাসিনো’ সিনেমাটিও মুক্তি পাচ্ছে এবার ঈদে। সিনেমার গল্পে ক্যাসিনোর অন্ধকার জগৎকে তুলে আনা হয়েছে। এসব সিনেমা ছাড়াও ঈদে মুক্তির কথা শোনা যাচ্ছে অপু বিশ্বাস- সাইমন সাদিকের ‘লাল শাড়ি’, রোশান-বুবলীর ‘রিভেঞ্জ’, ডিপজলের ‘জিম্মি’। দেশের এই বৃহৎ চলচ্চিত্র শিল্পকে বাচাতে সিনেমা হলে এসে ছবি দেখার বিকল্প নেই বলেও মনে করেন সংশ্লিষ্ট অনেকে।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1