শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
spot_img
Homeরাজনীতিইজরাইলের মোসাদের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করেছেন নুর : রেজা কিবরিয়া।

ইজরাইলের মোসাদের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করেছেন নুর : রেজা কিবরিয়া।

ইজরাইলের মোসাদের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করেছেন নুর : রেজা কিবরিয়া।

নিবন্ধের শুরুতেই ভাঙনের কবলে পরা গণঅধিকার পরিষদের একটি অংশের নেতৃত্বে থাকা ড. রেজা কিবরিয়া বলেছেন, মোসাদের সাথে আলোচনার কথা আমাদের কাছে নুরুল হক নুর স্বীকার করেছেন। সরকার ও গোয়েন্দা সংস্থার উচিত নুরকে জিজ্ঞাসাবাদ করা। তার বিষয়টি রহস্যজনক। তাকে গ্রেপ্তার করা উচিত।রোববার (২ জুলাই) গুলশানের নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. রেজা কিবরিয়া বলেন, নূর বিশ্বাসঘাতক। তিনি সারা দেশের যুবসমাজের সাথে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। নুরুল হক নুর সরকারের ইন্ধনে অনেক কিছু করে, তাই তার প্রতি অন্যরকম আচরণ করছে সরকার।
তিনি বলেন, সবাই জানে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে আমাদের সদস্য সচিবের দুবাইতে মিটিং হয়েছে। দুবাই ও শারজাহর মাঝখানে একটি কফি শপে তাদের বৈঠক হয়েছে। গত জুনের ১৮ তারিখে হওয়া মিটিংয়ে আমাদের সামনে এই কথা স্বীকার করেছেন নুরুল হক নুর। এছাড়াও দুবাইতে যে গাড়ি চালিয়ে তাকে নিয়ে গেছে সেই আমাকে এই বিষয়ে বলেছে।
বিএনপি ভাঙার কোনো ইচ্ছা বা শক্তি আমার নেই উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, আমি চাই বিএনপি একসাথে থাকুক। এটা ভাঙলে আওয়ামী লীগের লাভ, আমি তাদের লাভ চাই না। বরং নুরই বিএনপিকে ভাঙার পাঁয়তারা চালিয়েছিল।

নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করবেন উল্লেখ করে তিনি বলেন, আমাকে পদ থেকে সরানোর জন্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী যে ভোট দরকার, তা হয়নি। যার ফলে মিথ্যা স্বাক্ষর দিয়েছে, এটা তার অপরাধ।

উল্লেখ্য গত কয়েকদিন আগে ঢাকার ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছিলেন, গন অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরু অন্তত ৩ বার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে দেখা করেছেন কাতার ,দুবাই, ও ভারতে । তার আগে আওয়ামীলীগের ওয়েবটিমের তন্ময় আহমেদও নুরু এবং মোসাদের সাক্ষাৎকারের ছবির সত্যতা প্রমাণ করেছিলেন, সাম্প্রতিক রেজা কিবরিয়া ও এই তথ্যটা প্রকাশ করেছেন।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1