ইসরায়েলের গুপ্তচরের সঙ্গে গণঅধিকার পরিষদের নুরুল হকের তিনবার বৈঠক।
ইসরায়েলের গুপ্তচরের সংস্থা মোসাদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর তিন দফায় বৈঠক করেছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
মোসাদের সঙ্গে ডাকসুর সাবেক ভিপির এ ধরণের বৈঠককে বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি বলেও মনে করছেন তিনি।
সম্প্রতি মোসাদের সঙ্গে ভিপি নুরের বৈঠক আলোচনায় রয়েছে কয়েকদিন ধরেই। গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এর আগে অভিযোগ করেন যে, নুরুল হক নুর মোসাদের সঙ্গে বৈঠকে করেছেন।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের। আমাদের গোয়েন্দা সংস্থা ছবি পেয়েছে।
তিনি বলেন, ইসরাইল থেকে টাকা নেয়া মানুষ কখনও নেতা হতে পারে না। মোসাদ থেকে টাকা নেয়া কখনও বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়।
মোসাদের সঙ্গে নুরের বৈঠকের খবর প্রথম প্রকাশ্যে আনেন গণঅধিকার পরিষদের নেতা রেজা কিবরিয়া। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে গত সোমবার গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াকে সরিয়ে দেয়া হয়। ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে।
এরপরই নুরের বিরুদ্ধে অবৈধ লেনদেন ও মোসাদের সঙ্গে সম্পর্কসহ নানা অভিযোগ তোলেন রেজা কিবরিয়া।
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকা মোসাদের সঙ্গে নুরের বৈঠক নিয়ে গত জানুয়ারিতে সংসদে তদন্তের দাবি তোলেন এক সংসদ সদস্য।