ঈদে নিশোর ‘সুড়ঙ্গ’-এ নুসরাত ফারিয়া
নায়িকা বদল হয়নি! আফরান নিশোর বিপরীতে নায়িকা হিসেবে তমা মির্জাই অটুট আছেন। তবে নতুন করে এতে যুক্ত হয়েছেন দুই বাংলার নাচে-গানে-অভিনয়ে মাতোয়ারা নুসরাত ফারিয়া। তবে অভিনয়ে নয়, ফারিয়াকে দেখা যাবে এই ছবির অন্যতম চমক আইটেম গার্ল হিসেবে। যে গানটির সঙ্গে তিনি মঞ্চ মাতাবেন তার শিরোনাম ‘কলিজা আর জান’। রাসেল মাহমুদের কথায় এর সুর-সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা। ১০ জুন আইটেম গানটির টিজার উন্মোচন করার কথা রয়েছে। আর ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি। যার মাধ্যমে টিভি পর্দার দীর্ঘ ও সফল ক্যারিয়ার পেরিয়ে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছে আফরান নিশোর।