এবার মোসাদের এজেন্টের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ নিজ দলেই।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বৈঠক নিয়ে তার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদে চলছে তোলপাড়। ওই বৈঠক শেষে নুর মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন খোদ তারই দলের সদস্যরা। তাদের দাবি, দলের নামে তহবিল এনে কাতারেই এক প্রবাসীর গাড়ি ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে সেই টাকা। শুধু তা-ই নয়, নুরের বিরুদ্ধে দেশের একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়া, বিভিন্ন ব্যবসায় টাকা বিনিয়োগ, দলের জন্য প্রবাসীদের দেওয়া টাকার হিসাব না দেওয়াসহ বেশ কিছু অভিযোগ এনেছেন দলের কয়েকজন নেতা।
গত রোববার রাতে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের বৈঠকে এ নিয়ে তুলকালাম হয়ে গেছে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে নুরের অনুগত কয়েকজন দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার দিকে তেড়ে যান বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন।
ঘটনার জেরে দলটির প্রধান নির্বাচন ব্যবস্থাপক এবং গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান জাকারিয়া পলাশ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানা গেছে। তবে গতকাল সোমবার মধ্যরাতে নুরুল হক নুরের নেতৃত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করা হয়।
সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় গুলশান ২ নম্বর সেক্টরের ৫৫ নম্বর রোডের ২০ নম্বর বাড়িতে দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার বাসার ছাদে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের বৈঠক বসে। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। দলের সদস্য সচিব নুরুল হক নুর বৈঠকে আসেন সাড়ে ৮টার দিকে। এ নিয়ে প্রশ্ন তোলেন রেজা কিবরিয়া। তিনি বলেন, ৭টার বৈঠকে কেন সদস্য সচিব সাড়ে ৮টায় উপস্থিত হবেন? এর পর থেকেই উত্তপ্ত বাক্যবিনিময় চলতে থাকে। যার রেশ থাকে শেষ পর্যন্ত। রাত ৯টা নাগাদ এক পর্যায়ে রাগ করে উঠে বাসায় চলে যান রেজা কিবরিয়া।
বৈঠকে তর্ক-বিতর্কের এক পর্যায়ে দলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তুহিন প্রশ্ন রাখেন, ‘যদি সংগঠনের আহ্বায়ক, সদস্য সচিবের দ্বন্দ্ব মেটাতে অন্যদের আসতে হয়, তাহলে সংগঠন চলবে কী করে! তিনি বলেন, পুরোপুরি গঠনতন্ত্র অনুসারে দল চললে কেউ কোনো ধরনের প্রশ্ন তুলবে না। তিনি বলেন, অনেক আর্থিক বিষয়ের প্রশ্ন আসছে। স্বচ্ছতার অভাব রয়েছে। এসব বিষয়ে বাইরে যারা জানে, তারা ছি ছি করছে। কিছুদিন পরে আমাদের থুথু মারবে।’
ফেইসবুক পোস্ট তন্ময় আহমেদ।