এবার লক্ষ্য জ্ঞানভিত্তিক ও বুদ্ধিদীপ্ত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা। প্রতিমন্ত্রী
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবে রুপদিতে বঙ্গবন্ধুকন্যা ২০০৮ সালে আমাদের তরুণ প্রজন্মকে উৎসর্গ করে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর প্রণীত রূপরেখায় ও তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ আজ বিশ্বব্যাপী বাঙালীর গৌরব।
এখন আমাদের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশের এই অর্জনকে কাজে লাগিয়ে এবং তথ্য প্রযুক্তির বিকাশ ও প্রয়োগের মাধ্যমে ২০৪১ সাল নাগাদ একটি জ্ঞানভিত্তিক ও বুদ্ধিদীপ্ত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের প্রত্যেক নাগরিককে স্মার্ট লিডারশীপ গুণাবলী সম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর নির্দেশনায় আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত হয়েছে স্মার্ট লিডারশীপ একাডেমী ফর স্মার্ট বাংলাদেশ। আজ মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দের সাথে ‘স্মার্ট লিডারশীপ একাডেমী ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্মার্ট লিডারশীপ একাডেমী ফর স্মার্ট বাংলাদেশ।

‘স্মার্ট লিডারশীপ একাডেমী ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু এমপি। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নূর-ই-আলম চৌধুরী।