কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার আচরণে’র তদন্ত করছে ফিফা। বিশ্বকাপের পরপরই শুরু হয়েছে ক্লাব ফুটবল লিগগুলির মহারণ। বিশ্বকাপ থেকেই ফুটবলাররা যোগ দিয়েছেন ক্লাব দলে। কিন্তু বিশ্বকাপের উন্মাদনা বা বিতর্ক কোনওটাই যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। ফুটবল বিশ্বকাপে ‘আক্রমণাত্মক আচরণের’ জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, অভিযোগ উঠেছে, বিশ্বকাপ ফাইনালের পরে লিওনেল স্কালোনির শিষ্যরা উদযাপন করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। এবার সেসব অভিযোগই খতিয়ে দেখবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে হবে আর্জেন্টিনাকে। ৩৬ বছর পর বিশ্বকাপ জয় বলেই হয়তো আর্জেন্টিনা দলের উদযাপন ছিল বাঁধভাঙা। এমনকি টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার (গোল্ডেন গ্লাভস) জয়ের পর সেটি হাতে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।