শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
spot_img
Homeকৃষিগরমের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা

গরমের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা

গরমের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হলেও বন্ধ হচ্ছে না দেশের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও অন্যন্য স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখার শিক্ষার্থীরা ৮ জুন পর্যন্ত ছুটি পাবে। এ বিষয়ে আজ সোমবার জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সমকালকে বলেন, ‘মাধ্যমিকের শিক্ষার্থীরা বয়সে প্রাথমিক শিক্ষার্থীদের চেয়ে কিছুটা বড়। এছাড়া ৭ জুন থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাক্রমের আলোকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন শুরু হচ্ছে। এরপর মূল্যায়ন হবে অষ্টম, নবম ও দশম শ্রেণিতেও। সামনে ঈদের ছুটি রয়েছে। এর আগে মূল্যায়ন শেষ করতে হবে। সবমিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়গুলো খুব টাইট শিডিউলের মধ্যে রয়েছে।’

মহাপরিচালক জানান, তবে যেসব মাধ্যমিক বিদ্যালয়ে প্রাকথমি শাখা সংযুক্ত আছে (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়) সেসব শিক্ষার্থীরা বৃহষ্পতিবার পর্যন্ত ছুটি পাবে। তাদের এ সময়ে বিদ্যালয়ে আসতে হবে না। এ বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1