চান্দিনাতে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল আনন্দ র্যালি।
কুমিল্লা: শুক্রবার ২৩জুন ২০২৩ চান্দিনাতে পালিত হলো উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল শোভাযাত্রা, মোটর বাইক, মাইক্রো, প্রাইভেটকার, পিক-আপের মিশ্রণে শতশত নেতাকর্মী আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
আনন্দ শোভাযাত্রাটি চান্দিনা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহিচাইল উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। অনুষ্ঠানে কুমিল্লা ০৭চান্দিনার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ০৬ আসনের সংসদ সদস্য, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ,ক,ম বাহার উদ্দিন বাহার।
প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে এই চান্দিনার অতীত রাজনীতির স্মৃতিচারন করেন এবং জননেত্রী শেখ হাসিনার ঘোষিত তরুণদের জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কথা পুনরাবৃত্তি করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দীন, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ জেলা, উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৩ জুন । ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে দলটির। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চান্দিনায় নানা কর্মসূচি আয়োজন করা হয়।