জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের আরেকটি ঐতিহাসিক অগ্রগতি!
নিউজ ডেস্ক: কাতারের পর এবার ওমানের সাথে স্বাক্ষর হলো ১০ বছর মেয়াদী এলএনজি চুক্তি। সোমবার ১৯ই জুন ২০২৩ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) তাঁর ভেরিফাড ফেইসবুকে লিখেন, বিদ্যমান চুক্তির পাশাপাশি নতুন চুক্তির আওতায় বাংলাদেশ ওমানের কাছ থেকে বছরে আরো ০.২৫ থেকে ১.৫ মিলিয়ন টন এলএনজি পাবে, যা দেশের শিল্প উৎপাদন ও অর্থনীতিকে আগামীতে আরো গতিশীল করবে।
এই চুক্তি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আরেকটি অনন্য অর্জন। অভিবাদন তাঁর অসামান্য কূটনৈতিক দক্ষতাকে! সেইসাথে, বৈশ্বিক জ্বালানি অস্থিরতার এই সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য বিশেষ ধন্যবাদ জানাই ওমান সরকারকে।