ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
শাহরিয়ার করিম রাসেল সভাপতি এবং রানা হামিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আজ ৭ জুলাই রোজ শুক্রবার বেলা তিনটায় ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পারভীন জামান কল্পনা, নির্মল কুমার চ্যাটার্জি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান ছিন্টু, জাতীয় পরিষদ সদস্য আনিসুর রহমান টিপু, এসময় উপস্থিত ছিলেন গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, কার্যনির্বাহী সদস্য আদনান সুমন, জাতীয় পরিচয় সদস্য পাপিয়া রায় পাখি, মিজানুর রহমান মিলন, সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আহাদুর রহমান খোকন, সঞ্চালনা করেন সদস্য সচিব রানা হামিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সম্মেলন প্রস্তুত কমিটি ও উপ -কমিটির নেতৃবৃন্দ সহ সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেট সহ অতিথিবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শাহরিয়ার করিম রাসেলকে ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রানা হামিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।