টেস্ট জয়ে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশ।
ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে এশিয়ার প্রথম দল হিসেবে ৫০০রানের বেশি ব্যবধানে টেস্ট জিতে এক অনন্য রেকর্ডের মালিক হলো বাংলাদেশ। এমনকি ২১ শতকের ক্রিকেটে এটাই সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়ের ঘটনা। আজ দ্বিতীয় ইনিংসে ১১৫ রানে আফগানিস্তানকে অলআউট করে ৫৪৬ রানের এক বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল।আফগানিস্তানকে টেস্টে হারিয়ে ৮৫ বছরের রেকর্ড ভাঙলেন টিম বাংলাদেশ।বাংলাদেশের সংগ্রহ প্রথম ইনিংস ৩৮২ দ্বিতীয় ইনিংস ৪২৫ রান। নাজমুল হোসাইন শান্ত করেন, ১৪৬, ১২৪ রান। জবাবে আফগানিস্তান প্রথম ইনিংস ১৪৬ দ্বিতীয় ইনিংস ১১৫/৯ রান। ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে পাঁচশো রানের বেশি ব্যবধানে জেতার নজির আছে কেবল তিনটি। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংল্যান্ড, ১৯৩৪ সালে ইংল্যান্ডকে আবার ৫৬২ রানে হারায় অস্ট্রেলিয়া। পরেরটিও অজিদের। ১৯১১ সালে দক্ষিণ আফ্রিকাকে ৫৩০ রানে হারিয়েছিল তারা।