দেবিদ্বার পৌর মেয়র নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রার্থী শামীম জয়ী।
কুমিল্লা: দেবিদ্বারে ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী প্রভাষক সাইফুল ইসলাম শামীম বিপুল ভোটে জয় লাভ করেন। তিনিই পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম (নারিকেল গাছ) ৭ হাজার ৭৭১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তৃতীয় হয়েছেন আওয়ামীলীগের আরেক বিদ্রোহী প্রার্থী এম এ কাইয়ুম (ক্যারামেল বোড) ৪ হাজার ৯৮৮ ভোট।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে দিনব্যাপী চলে দেবিদ্বার পৌরসভার ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ। এ ছাড়াও ইস্ত্রি প্রতীকে শাহজাহান মোল্লা এক হাজার ৬৯৬, মোবাইল ফোন প্রতীকে এ বি এম আতিকুর রহমান বাশার ৮৭০, কম্পিউটার প্রতীকে আবুল খায়ের এক হাজার ৫৩৭ ভোট, জগ প্রতীকে সাইফুল ইসলাম ২৩১ ও চামচ প্রতীকে শরিফুল সুমন পেয়েছেন ৩২৩ ভোট।
উল্লেখ, ২০০২ সালে পৌরসভা গঠন করা হলেও সীমানা সংক্রান্ত মামলা জটিলতায় এখানে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন হয়নি। প্রায় ২১ বছর পর দেবিদ্বার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলো আজ। মেয়র পদে লড়াই করেছেন আট জন। সাধারণ কাউন্সিলর পদে ৬৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন।