নগরকান্দায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে মাধ্যমিক স্কুল ও দাখিল মাদরাসা পর্যায়ের ৯ ম ও ১০ ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারি ও গৃহগননা -২০২২ এ ব্যবহৃত-২য় ধাপের
ফরিদপুরের নগরকান্দা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে ৮ জুলাই সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনের অনুষ্ঠান টি শুরু হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু । বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। অন্যাদের মধ্যে ছিলেন নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া, উপজেলা পরিসংক্ষান( তদন্ত) রায়হান মোল্লা, শিক্ষক,অভিভাবক,সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তি, মেধাবী ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর উপজেলার ২৬ শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ টি ট্যাব বিতরন করেন।