নগরকান্দায় সেবায় ব্যস্ত ইউপি সচিব আবুল কালাম আজাদ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ইউপি সচিব আবুল কালাম আজাদ তার কর্মস্থলে নিয়মিত সেবা দিতে ব্যস্ত দেখা যায়।
গত ২৫-১০-২০২৩ ইং তারিখে ০৬ নং তালমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগদান করেন।যোগদানের পর থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তালমা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাজাহান মেম্বার বলেন আমাদের ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ দায়িত্ববান সচিব তিনি নিয়মিত অফিসে আসেন এবং ইউনিয়নের জনগণের সেবা নিয়মিত সেবা দিয়ে থাকেন।
অনলাইন সেবা করে তিনি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ হয়ে ক্রেষ্ট পেয়েছেন বলে সচিব আবুল কালাম আজাদ বলেন। তিনি বলেন ২৮ বছর ধরে ইউপি সচিব হয়ে কাজ করছেন।ফরিদপুর জেলার ইউপি সচিবদের ৪ বার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব এবং কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, বর্তামান ফরিদপুর শোবারামপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক নির্বাচিত ২ বার সভাপতি, শুভারামপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির ২ যুগের বেশি সময়ের সভাপতি,শোভারামপুর উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠায় যথেষ্ট ভূমিকা ছিলো তার। তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন সচিব আবুল কালাম আজাদ তালমা ইউনিয়ন পরিষদে যোগদান করার পর থেকেই সে নিয়মিত অফিসে আসেন এবং সঠিক ভাবে তার দায়িত্ব পালন করেন।