নির্বাচন -নির্বাচন খেলা শুরু করেছে সরকার :মির্জা ফখরুল।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার আবার ‘নির্বাচন-নির্বাচন খেলা’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজ মানুষের ভোট দেওয়ার অধিকার নাই। এখন আবার নির্বাচন আসছে, সেই নির্বাচন নিয়ে আবার নির্বাচন-নির্বাচন খেলা শুরু করেছে আওয়ামী লীগ সরকার।’
শুক্রবার (৯ জুন) বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক ‘শ্রমিক-কর্মচারী সমাবেশ’-এ তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রয়োজন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আজ নিরপেক্ষ সরকারের দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ।’
তত্ত্বাবধায়ক-নির্দলীয় সরকারের অধীনে না হলে এ দেশে কোনও নির্বাচন হবে না হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এজন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন করতে হবে। এছাড়া অন্য কোনও বিকল্প নাই।’
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এই সমাবেশে বিএনপির মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সালাম আজাদ, কামরুজ্জামান রতন, আমিনুল হক সহ শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন।