মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
spot_img
Homeকুমিল্লানৌ বাহিনীর তত্বাবধানে শেখ রাসেল দূরপাল্লা সাতার প্রতিযোগিতা।

নৌ বাহিনীর তত্বাবধানে শেখ রাসেল দূরপাল্লা সাতার প্রতিযোগিতা।

নৌ বাহিনীর তত্বাবধানে শেখ রাসেল দূরপাল্লা সাতার প্রতিযোগিতা।

কুমিল্লায় গোমতী নদীতে শেখ রাসেল জাতীয় ১৯তম দূরপাল্লা সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল শাহীন ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৪ আসন দেবিদ্বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের মানুষকে সাতারে উদ্বুদ্ধ করতেই বিভিন্ন জেলায় আমরা স্বল্প এবং দূরপাল্লার সাতার প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এর আগে নড়াইল এবং গোপালগঞ্জে একই আয়োজন করেছিলাম। তিনি মনে করেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে এমন কিছু প্রতিভাবান সাতারু বেড়িয়ে আসবে যারা আন্তর্জাতিকভাবে দেশের সুনাম অর্জন করতে সক্ষম হবেন। এই সময় স্থানীয় এমপির সুইমিং পুলের দাবি মেটানোর আশ্বাস দিয়ে বলেন, নৌবাহিনী এবং সুইমিং ফেডারেশন এই কাজগুলো করে থাকেন স্পন্সরের মধ্য দিয়ে তিনি এমপি মহদ্বয়কেও স্পন্সর হওয়ার আহবান জানান।

কুমিল্লা গোমতী নদীতে দূরপাল্লার সাতার

প্রতিযোগিতায় অংশ নেন সেনাবাহিনী এবং নৌবাহিনীর সাতারুরা।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1