পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, ঈদ ২৯জুন।
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে ২৯ জুন, বৃহস্পতিবার।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য জানিয়েছে।পাবনা ও রাজবাড়ী থেকে এ চাঁদ দেখা যায়।চাঁদ দেখা কমিটিকে নিশ্চিত করেছেন পাবনার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক।
এর আগে গতকাল সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসাবে দেশটিতে আগামী ২৮ জুন ঈদুল আজহা উদ্যাপিত হবে। রবিবার (১৮ জুন) সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে আগামীকাল সোমবার (১৯ জুন) বৃহস্পতিবার জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ২৮ জুন ঈদুল আজহা উদ্যাপিত হবে।
সেক্ষেত্রেও বাংলাদেশে ঈদ উল আযহা উদযাপিত হবে ২৯ ই জুন।