ফরিদপুরে অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ গেল শিক্ষা অফিসের উচ্চমান সহকারীর
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে উপজেলা শিক্ষা দপ্তরের উচ্চমান সহকারী মোঃ জাহিদুল ইসলাম নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
গতকাল ২০ আগস্ট রবিবার সন্ধ্যা ৭ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
নিহত ব্যক্তি জেলার নগরকান্দা উপজেলার চরযোশরদি ইউনিয়নের দহিসারা গ্রামের হাজী আব্দুর রউফ তালুকদারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে কর্মস্থলে ফেরার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি । অচেতন অবস্থায় গন্তব্য ছাড়িয়ে উপজেলার সহস্রাইল বাজারে পৌঁছালে বাসের কর্মচারী ও সাধারণ যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে একটি ওষুধের দোকানে তাকে নামিয়ে দিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। সেখানে অবস্থান অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মিজানুর রহমান।