মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
spot_img
Homeঅন্যান্যফুটবলকে বিদায় বললেন ‘সুপারম্যান’

ফুটবলকে বিদায় বললেন ‘সুপারম্যান’

ফুটবলকে বিদায় বললেন ‘সুপারম্যান’ বয়স ৪২ ছুঁই ছুঁই করছে। আগামী অক্টোবরেই ৪২তম জন্মদিনের কেক কাটার কথা তার। এর আগে ফুটবলকে বিদায় বলে দেবেন সে সম্ভাবনা ছিল না। কারণ, মাত্র তিনদিন আগে নিজেকে সুপারম্যান দাবি করে এসি মিলানের সুইডিস তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ বলেছিলেন, এখনও অবসর নেয়ার সময় হয়নি তার। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন জিনিস। না চাইলেও অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ইনজুরি প্রায় পুরো মৌসুমই তাকে মাঠের বাইরে বসিয়ে রেখেছিলো। এসি মিলানও নতুন করে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি। যে কারণে সবাই ধরে নিয়েছিলো, হেলাস ভেরোনার বিপক্ষে এসি মিলানের হয়েই ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামবেন তিনি। এ ম্যাচ দিয়ে মৌসুমও শেষ হতে যাচ্ছিলো মিলানের। যে কারণে, দর্শকরা বিশাল এক ব্যানার নিয়ে এসেছিলো গ্যালারিতে। লিখেছিলো গুডবাই। ইব্রাহিমোভিচের নামে জয়োধ্বনিও দিতে দেখা যায় তাদের।

কিন্তু ইনজুরির কারণে স্কোয়াডেই জায়গা হয়নি তার। গ্যালারিতে বসেই ইব্রাহিমোভিচকে দেখতে হয়েছে হেলাসের বিপক্ষে এসি মিলানের ৩-০ গোলের জয়। ম্যাচ শেষে মাঠে নেমে দর্শকদের উদ্দেশ্যে ইব্রা বলে দিলেন, ‘সব ধরনের ফুটবলকে গুডবাই। ফুটবল ছেড়ে গেলেও আপনাদের ছেড়ে যাচ্ছি না।’ এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি এবং চোখের কোন বেয়ে পানিও নেমে আসে।

 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1