ফুটবল জাদুকর মেসি যোগ দিচ্ছেন ইন্টার মায়ামিতে।
সৌদি প্রো লিগে যোগ দেওয়ার গুঞ্জন ছিল জোরেশোরে। এমনকি যোগ দিয়েছেন এমন সংবাদও চাউর হয়েছিল অনেকবার। বার্সেলোনায় ফেরার ইচ্ছা জানিয়েছিলেন নিজেই। কিন্তু সব ছাপিয়ে শেষ পর্যন্ত মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিকে বেছে নিয়েছেন লিওনেল মেসি।
বুধবার রাতে দুটি স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত ও মুন্দো দিপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই বিষয়টি স্বীকার করেছেন মেসি।