শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকফুলজান চলচ্চিত্র ১৬ই জুন শুভ মুক্তি।

ফুলজান চলচ্চিত্র ১৬ই জুন শুভ মুক্তি।

ফুলজান চলচ্চিত্র ১৬ই জুন শুভ মুক্তি। গতকাল বিদ্যুৎ ভবনের হলে চলচ্চিত্র ফুলজান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলজান চলচ্চিত্রের শুভ মুক্তি ও ট্রেলার উন্মোচন করা হয়েছে। গ্রামীণ মেয়ের জীবনী নির্ভর এই চলচ্চিত্রের ট্রেলার উন্মোচন করেন প্রধান অতিথি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। আমিনুল ইসলাম বাচ্চুর কাহিনী, চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় চলচ্চিত্রে অভিনয় করেছেন- মিষ্টি জান্নাত, রিয়াদ রায়হান অবাক, আমিনুল ইসলাম বাচ্চু, সনি রহমান, জেসমিন জারা, লিটন খন্দকার , মশিউল হক মনা, কবির টুটুল, আশিষ কুমার, ইসমাইল খান, শিলা পাপিয়া, সুহিৃত, রাকিব, প্রশান্ত প্রমুখ। শুভ মুক্তি অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমিনুল ইসলামের মধ্যে লুকায়িত সম্ভাবনা দেখতে পাচ্ছি। সারাদিন কঠিন দাপ্তরিক কাজের পর তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের দেশের অনেক ছেলে মেয়ে মেধাবী রয়েছে। আমাদের দেশের বাইরেও তারা প্রশংসিত হচ্ছে। ক্রিয়েটিভ কোন কাজ করলে তরুণদের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি বাংলা সিনেমার আবার সুদিন ফিরে এসেছে। ফুলজান সিনেমার বিষয়ে জানতে চাইলে মিষ্টি জান্নাত সাংবাদিককে বলেন, চলচ্চিত্রটি পরতে পরতে রোমাঞ্চ রয়েছে। মেয়েদের পাশাপাশি পুরুষরাও নানা ভাবে মানসিক যন্ত্রণায় ভুগছে। তাদের সেই কষ্টগুলো, সামাজিক অসঙ্গতিগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমার বিশ্বাস চলচ্চিত্রটি আপনাদের ভালো লাগবে, চিন্তার খোরাক যোগাবে। আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখুন, তবেই আমাদের শ্রম সার্থক হবে।

 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1