শুক্রবার, মার্চ ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা

কমিটি ঘোষণার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রলীগের নব গঠিত ৩০১ সদস্য বিশিষ্ট কমিটির নেতারা। শুক্রবার (১৪ জুলাই) সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নতুন সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বর্তমান দেশের যে সাংবিধানিক অগ্রযাত্রা, নির্বাচিত প্রতিনিধিত্বের মাধ্যমে সরকার পরিচালনা করা, নির্বাচন পরিচালনা করার যে ধারাবাহিকতা বাংলাদেশ ছাত্রসমাজ আজ এই লক্ষে ঐক্যমত্য পোষণ করেছে। কেউ যদি আবার কতিপয়ন্ত্র পরিচালনা করার চেষ্টা করে, অনির্বাচিত সরকারের তাঁবেদারী করার চেষ্টা করে, বিদেশিদের প্রেসক্রিপশনকে আমাদের সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করে তাহলে বাংলাদেশ ছাত্রসমাজ যুগেযুগে সাফল্যের সঙ্গে দেশের জন্য, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে আজকের ছাত্রসমাজ তার ধারাবাহিকতায় আগুন সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকবে।
ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কমিটির প্রসঙ্গে বলেন, আমরা নতুন কমিটির সভা আহবান করবো এবং দ্রুততম সময়ে সকল জেলা উপজেলা বিশ্ববিদ্যালয়গুলোর কমিটি গুলো করার চেষ্টা করবো। আমরা প্রত্যাশা করি জাতির পিতার আদর্শে বলিয়ান হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ছাত্র সমাজের যে ভূমিকা তা আগামীতে আরও বাড়বে।
সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সর্ব প্রধান অগ্রসৈনিক হিসেবে কাজ করবে বাংলাদেশ ছাত্রলীগ।

উল্লেখ্য : সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার প্রায় ৭ মাস পর বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংখ্যা অপরিবর্তিত রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদে সহ সভাপতির পদ ১০টি বৃদ্ধি করা হল।
এর আগে গত বছরের ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এতে ৭১ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক, নতুন ৮টি সম্পাদক রয়েছে।
কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সভাপতি হিসেবে রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ হীল বারী, ১ নং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আতেকা বিনতে হোসাইন।

 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1