“চলবো মোরা এক সাথে
জয় করবো মানবতাকে “এই শ্লোগান নিয়ে গঠিত মানবিক সংগঠন।
বাহরাইনে ‘কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরাম’ কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাহরাইনের রাজধানী মানামা ঘেঁষা নিউ জিঞ্জ এরিয়া অবস্থিত আল আহলি ক্লাবের নাদের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসী কল্যাণ ফোরামের সভাপতি এম এ কালাম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দীন কায়েস, বিশেষ অতিথি ছিলেন, প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান বোর্ড অব ডিরেক্টর মোঃ মুইজ চৌধুরী, সিআইপি শফি আহমেদ সহ বাহরাইনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, ব্যবসায়ী, কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং আক্তারুজ্জামান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
আগত মেহমানদের জন্য ইফতার ও মাগরিবের নামাজের পরে বুফে খাবারের ব্যবস্থা রাখা হয় যা অতিথিরা নিজেদের মত করে খাবার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা প্রবাসী কল্যাণ ফোরামের ভূয়সী প্রশংসা করেন। এবং মানবিক সকল কাজে এই সংগঠনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাদের মজুমদার, মোঃ শরীফুল ইসলাম, শাহাবুদ্দিন চৌধুরী,জিবন অনাথ, সোহেল ভূইয়া,হুমায়ুন আহমেদ, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুর রহমান সেলিম আহমেদ, ফারুক, বেল্লাল, শোহাগ সহ প্রমুখ।
কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের কিছু নেতৃবৃন্দের স্থিরচিত্র।