সোমবার, মার্চ ১৭, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকবাহরাইনে বিদায়ী রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে যুবলীগের সৌজন্য সাক্ষাৎ

বাহরাইনে বিদায়ী রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে যুবলীগের সৌজন্য সাক্ষাৎ

বাহরাইনে বিদায়ী রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে যুবলীগের সৌজন্য সাক্ষাৎ

মানামা: মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ২০২৩) যুবলীগ বাহরাইন শাখার সভাপতি মোঃ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শ্রী বকুল সূত্রধরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাহরাইন বাংলাদেশ দূতাবাসের সদ্য বিদায়ী মান্যবর রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বিদায়ী রাষ্ট্রদূতকে যুবলীগের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
যুবলীগ সভাপতি মোঃ মুজিবুর রহমান জানান, করোনাকালিন সময়ে যোগদানের আজকের দিন পর্যন্ত প্রায় সাড়ে তিন বছর তাঁর মেয়াদ কালে বাহরাইনে অত্যান্ত সফলভাবে তিনি তাঁর কাজ করেছেন। করোনাকালিন সময়ে প্রবাসীদের পাশে দাড়িয়ে সাহায্য সহযোগিতা করা, অবৈধ প্রবাসীদের দ্রুততম সময়ে করোনা ভ্যাকসিন নিশ্চিত করা, করোনাকালিন সময়ে ভিসার মেয়াদ শেষ হয়ে দেশে আটকে পড়া প্রবাসীদের ফিরে আনারও নজির স্থাপন করেছেন।
তাঁর সময়ে দ্রুততম সময়ে লাশ প্রেরণ করা, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে আইনি পদক্ষেপ নেওয়া, ফ্যামিলি ভিসা সহ অন্যান্য ভিসা সংক্রান্ত বিষয়ে অভূতপূর্ব অগ্রগতি, বাংলাদেশ স্কুলের বিল্ডিং নির্মাণের সামগ্রিকভাবে অগ্রগতি হয়েছে। বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসা বানিজ্য সম্প্রসারণ, সম্পর্ক উন্নয়নেও চমৎকার অগ্রগতি রয়েছে।তিনি বলেন, প্রায় সাড়ে তিন বছর পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ন দায়িত্ব পালনে তিনি বাহারাইন থেকে চলে যাচ্ছেন। স্যারকে বাহারাইন যুবলীগের নেতাকর্মীরা সব সময় স্মরণ রাখবে। যুবলীগের এই সভাপতি রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মান্যবর রাষ্ট্রদূত কে আওয়ামী যুবলীগ বাহরাইন শাখার পক্ষ থেকে সম্মাননা দিচ্ছেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন,যুবলীগের কালাম মজুমদার, মোশাররফ হোসেন মুসু, সুমন আহমেদ, মিজানুর রহমান, শাহাবুদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1