বাহরাইনে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন করেন যুবলীগ।
মানামা:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল করেন আওয়ামী যুবলীগ বাহরাইন শাখা।
১৫ই আগস্ট ২৩ মঙ্গলবার রাত ৮টায় বাংলাদেশ সমাজের হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি মোঃ মঞ্জুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ বাহরাইন শাখার সভাপতি মোঃ শাহ জালাল, সোসাইটির সহ সভাপতি মাজহারুল হক নয়ন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ এমরান হোসেন সরকার। এ সময় ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গ এবং সকল শহীদদের আত্মার মাকফেরাত কামনা করে দোয়া করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে হসপিটালে চিকিৎসাধীন যুবলীগ বাহরাইনের সাংগঠনিক সম্পাদক শাহিন সিকদারের সুস্থতা কামনায় এবং যুবলীগের নুরুল হুদার আম্মা,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হাশেম এর আম্মা এবং প্রবাসী আবুল বাশারের মৃত্যুতে শোক জানিয়ে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবন আদর্শ তুলে ধরেন এবং ১৫ই আগস্টে ঘাতকের বুলেটে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেদিনের নির্মমতা বিভীষিকাময় সময়ের বর্ননা করেন। দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী নির্বাচনকে ঘিরে দেশ বিদেশের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে স্বাধীনতার সপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে থাকার আহবান জানান। এবং বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।
এদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যথাক্রমে যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহ মোঃ আব্দুল হক, কালাম মজুমদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির আহমেদ, নুর কামাল ,হিন্দু মহাজোটের বিষ্ণু পদ দেব, শ্রমিকলীগের সভাপতি আবুল বাশার , সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অলিউর রহমান, সারোয়ার হোসেন,যুবলীগের মোশারফ হোসেন মুসু, শাহাবুদ্দিন, সেলিম হাসান, মিজান আহমেদ, জালাল মুন্সি, মাসুদ ভূইয়া,মোঃ শরীফ, হাসান রিয়াদ , মাহবুব আলম, আরিফ সহ অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে সকলে নৈশভোজে অংশগ্রহণ করেন।