বাহরাইনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেন যুবলীগ।
মানামা:বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেন যুবলীগ বাহরাইন শাখা। ১৭ই মে বুধবার ডায়নামিক পুলের হলরুমে যুবলীগের সাধারণ সম্পাদক বকুল সূত্রধরের সঞ্চালনায় এবং সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ বাহরাইন শাখার আহবায়ক মঞ্জুর আহমেদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন এমরান হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যথাক্রমে আলাউদ্দিন নুর, শাহজালাল, এম এ হাশেম, কয়েস আহমেদ, মাজহারুল হক নয়ন,আবদুল কাদের, শাহ আব্দুল হক, আবুল কালাম, সুমন, যিষু, মোশারফ, জসিমউদ্দিন, নজির আহমেদ , শরীফ,জালাল মুন্সি, মাসুদ, শাহীন, দুলাল, হোসেন বেপারী, মিজান আহমেদ, আলমগীর,সহ অসংখ্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সকলে নৈশভোজে অংশগ্রহণ করেন।