রাতেই শেষ হলো সিলেট সিটি নির্বাচনের নির্বাচনী প্রচারণা। ২১জুন ভোট।
নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী দীর্ঘ নির্বাচনী প্রচারণা শেষ করলেন আজ রাত ঐতিহাসিক রেজিষ্টারি মাঠের বিশাল জনসভার মাধ্য দিয়ে।
আওয়ামীলীগের এই প্রার্থী বলেন,
সম্মানিত নগরবাসী আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এই সময়ের মধ্যে আপনাদের কাছে গিয়ে আগামীর সিলেট কে নিয়ে আমার পরিকল্পনা, আমার প্রতিজ্ঞা, আমার সংকল্প উপস্থাপন করতে।
আপনারা নিশ্চয় অবগত আছেন সিলেট সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর এবারই প্রথম এতো বৃহৎ পরিসরে ৪২টি ওয়ার্ড নিয়ে সিটি নির্বাচন হতে যাচ্ছে। তাই বিশালাকার এই এলাকায় প্রতিটি ওয়ার্ডে আমি কয়েকবার করে গেলেও আপনাদের সবার ঘরে ঘরে নিজে উপস্থিত হতে পারিনি বলে দু:খ প্রকাশ করছি।
তবে আমি নিশ্চিত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া ও আমাদের সংগঠনের নেতাকর্মীরা যারা আপনাদের ঘরে ঘরে প্রচারণার জন্যে গিয়েছে তাদের মাধ্যমে স্মার্ট সিলেট বিনির্মাণে আমার চিন্তাভাবনা সম্পর্কে আপনারা অবগত হয়েছেন।
আমি বিশ্বাস করি আগামী ২১শে জুন আপনারা আপনাদের এই সন্তানকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি ওয়াদা করছি যদি আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমি সিলেটের মেয়র নির্বাচিত হতে পারি তবে আমার শরীরে শেষ নি:শ্বাস থাকা পর্যন্ত নগরবাসীর সেবা করে যাবো।
আআ