লাল সবুজের দল ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ।
অভিনন্দন বাংলাদেশ।
সকল সমীকরণ কল্পনায় রেখে মাঠের খেলায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে রীতিমতো বিধ্বস্ত করেছে বাংলাদেশ। ৩-১ গোলের জয় নিয়ে দীর্ঘ ১৪ বছর পর ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত সাফের সেমিফাইনাল নিশ্চিত করেছে ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার দল।
২০০৯ সালে সর্বশেষ সাফের শেষ চারে খেলেছিল বাংলাদেশ। এরপর ২০১১, ২০১৩, ২০১৫ এবং ২০১৮ সালে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০২১ সালে লিগভিত্তিক টুর্নামেন্টে পাঁচ দলের মধ্যে চতুর্থ হয় বাংলাদেশ।
বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে নামার আগে ভুটানের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে ছিল। সাফে আগের ৬ বারের দেখায় কখনও হারেনি লাল-সবুজ জার্সিধারীরা। এবারও হারেনি। ভুটানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ দল হিসেবে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ।
আগামী ১ জুলাই সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েত। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপে রানার্সআপ হওয়া স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন লেবানন।
এ যেনো ঈদের আনন্দের সাথে নতুন আনন্দের স্বাদ উপভোগ করা।