সর্বজনীন পেনশন স্কিম ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করেন স্বেচ্ছাসেবক লীগ।
কুমিল্লা: সর্বজনীন পেনশন কল্যাণকামী রাষ্ট্রে পদার্পনের যুগান্তকারী পদক্ষেপের জন্য আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল।
আজ মঙ্গলবার (২২ আগস্ট ২৩) ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বাগুর বাসস্ট্যান্ডে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলের নেতৃত্বেদেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তর জেলার সভাপতি জি এস সুমন সরকার এবং সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার।
এসময় জেলার সকল স্তরের নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে আওয়াজ তুলেন, শেখ হাসিনা সরকার, বারবার দরকার,উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার।
এই সময় জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন, জেলার সহসভাপতি ফয়সাল বারী মুকুল, যুগ্ন সম্পাদক ইন্জিঃ যাদব রয়, সাংগঠনিক সম্পাদক রায়হান ইসলাম অনিক, দপ্তর সম্পাদক দারুস সালাম শুভ, অর্থ বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন,গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রুবেল সরকার,শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনির হোসেন, উপ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ্ আল মামুন ভুঁইয়া,
সদস্য মাহবুবুল আলম মাহফুজ, জুলহাস উদ্দিন, মেজবাহ উদ্দিন সোহেল, আরিফুর রহমান , চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু,পৌর সভাপতি আবু মুছা জনি, বরকামতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শহীদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সুমন কুমার পাল, শামীম সহ দেবিদ্বার উপজেলা ও জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
উল্লেখ্য বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরের জনগণের আরো ভালো ও একটি উন্নত জীবন নিশ্চিত করতে সর্বজনীন পেনশন ব্যবস্থার চালু করেন। বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জনকল্যাণমূলক সর্বজনীন পেনশন কল্যাণকামী রাষ্ট্রে পদার্পনের যুগান্তকারী পদক্ষেপের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিলের সিদ্ধান্ত গ্রহণ করেন।
এই পেনশন ব্যবস্থার লক্ষ্য হলো দেশের ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের এর আওতায় নিয়ে আসা। প্রাথমিকভাবে ছয়টির মধ্যে চারটি স্কিম প্রগতি, সুরক্ষা, সমতা এবং প্রবাসী উদ্বোধন করা হয়েছে এবং অন্য দু’টি পরে চালু করা হবে।
সর্বজনীন পেনশন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, তাঁর এবং আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাই দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার চালিকাশক্তি।‘আগামী দিনেও আমার প্রতি আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অব্যাহত রাখার জন্য আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করছি।’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র লক্ষ্য ছিল দেশবাসীকে একটি উন্নত জীবন উপহার দেওয়া, যার জন্য তিনি তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছেন।