মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকসাফল্যের একযুগ, মালিক শ্রমিকের ব্যতিক্রমী মেলবন্ধন সম্পর্কের অনন্য দৃষ্টান্ত শাহ আব্দুল হক। 

সাফল্যের একযুগ, মালিক শ্রমিকের ব্যতিক্রমী মেলবন্ধন সম্পর্কের অনন্য দৃষ্টান্ত শাহ আব্দুল হক। 

সাফল্যের একযুগ, মালিক শ্রমিকের ব্যতিক্রমী মেলবন্ধন সম্পর্কের অনন্য দৃষ্টান্ত শাহ আব্দুল হক।

মানামা : প্রবাসী শ্রমিকরা কাজের চাপে, পরিবারের চাহিদা মেটাতে গিয়ে অনেকে ভুলেই যান নিজের আনন্দ উৎসব কিংবা শৈশবের দুরন্তপনার দিনগুলি। কিন্তু ব্যতিক্রমী একজন সফল প্রবাসী ব্যবসায়ী আইজান কন্সট্রাকশন কম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শাহ মোঃ আব্দুল হক  শ্রমিকদের নিয়ে প্রতি বছর আনন্দ উৎসব করে মালিক শ্রমিকের ব্যবধানের ধারণা পাল্টে দিয়েছেন এই কম্পানি।

গতকাল বৃহস্পতিবার ২৯ জুন ২০২৩ আইজান কনস্ট্রাকশন কম্পানির একযুগ পূর্তি উপলক্ষ্যে কম্পানির শ্রমিকদের সম্মানে বাহরাইনের আলিবুরিতে অবস্থিত ডিসফিউ স্টেডিয়াম ও কাশখা সুইমিং পুলের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা,  খেলাধুলা,রেফেল ড্র,  পুরস্কার বিতরণ, নাচগান এবং নৈশভোজ আর কেক কাটার মধ্য দিয়ে আনন্দ উৎসবটি উদযাপন করেন আইজান কর্তৃপক্ষ।এতে শাহ আব্দুল হকের স্বত্বাধিকারী আইজান কনস্ট্রাকশন এবং স্কাইল্যন্ড কম্পানির সকল শ্রমিকদের মিলনমেলায় পরিনত হয়।কম্পানির চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্রমিকবান্ধব দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ মাহফুজুর রহমান।

aj sakal
কেক কাটা

এদিন আইজান কনস্ট্রাকশন এবং স্কাইল্যন্ড কম্পানির শ্রমিকদের মধ্যে ফুটবল খেলার আয়োজন করেন কর্তৃপক্ষ। খেলায় আইজান কনস্ট্রাকশন কম্পানি ২-০ তে জয়ী হোন, দুই গোল দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন শুভ। খেলা শেষে রানার্সআপ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ মাহফুজুর রহমান,সহ কমিউনিটির নেতৃবৃন্দ। তাছাড়াও ধারাবাহিকভাবে রেফেল ড্র পুরস্কার সহ নানান আয়োজনের পুরস্কার অনুষ্ঠানে আগত কম্পানির শ্রমিকদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শ্রমিকদের কম্পানির পক্ষ থেকে টি শার্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডঃ নজরুল ইসলাম আইজান কনস্ট্রাকশন কম্পানির চেয়ারম্যানকে শ্রমিকদের নিয়ে প্রতি বছর এতো সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এবং মালিক শ্রমিকের মধ্যে এতো চমৎকার মেলবন্ধনের ভূয়সী প্রশংসা করেন। তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, আপনাদের জন্যই সরকার আমাকে এখানে নিয়োগ করেছেন, আর সরকার হচ্ছেন দেশের জনগণ। তাই আমি সবসময় আপনাদের  সকল সমস্যা, অভিযোগ যেকোনো বিষয় নিয়ে দূতাবাসে আসলে আমি এবং আমার যারা সহযোদ্ধা রয়েছেন আপনাদের বিষয়গুলি নিয়ে সমাধান করার চেষ্টা করবো। অচিরেই ফ্যামিলি ভিসা সহ নানাবিধ প্রক্রিয়াধীন ইস্যুগুলো এই দেশের সরকারের সদিচ্ছায় সমাধান হবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রশংসা করে বলেন, রাষ্ট্র ক্ষমতায় যে সরকারই থাকুক আমাদের উন্নয়ন যেখানে সেগুলো বলতেই হবে। তিনি বলেন, যারা দশ বছর ধরে দেশে যাননা তারা দেশে গেলেই উন্নয়নের তফাৎ টা বুজতে পারবেন। শুধু বড় বড় মেগা প্রজেক্টই নয়, গ্রামে গেলেও উন্নয়ন দেখতে পাবেন। গত ১০ বছে বর্তমান সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে।

 

 

aj sakal
আইজান কনস্ট্রাকশন কম্পানির একযুগ পূর্তি

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে আইজান কনস্ট্রাকশন কম্পানির শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজমুল হক। তিনি বলেন, যখন করোনাকালিন সময়ে গোটা পৃথিবী স্তব্ধ, বেশিরভাগ কম্পানিই শ্রমিকদের বেতন দেয়নাই ঠিক সেই সময়েও এই আইজান কনস্ট্রাকশন কম্পানির চেয়ারম্যান শাহ আব্দুল হক শ্রমিকদের নিয়মিত বেতন দিয়েছেন এবং সুখে দুখে পাশে ছিলেন। শ্রমিকেরা মনে করেন মালিক শ্রমিকের এমন মেলবন্ধন হয়তো খুব একটা দেখা যায়না কিন্তু এই দিক থেকে শাহ আব্দুল হক ব্যতিক্রম এবং দৃষ্টান্ত।

অনুষ্ঠানে সারোয়ার হোসেন এবং কাদের মজুমদারের যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ বাহরাইন এর সাবেক সভাপতি মোঃ শাহজালাল,বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক এম এ হাশেম,  যুবলীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান, বিজনেস ফোরামের সভাপতি মোঃ আইনুল হক সিলেট মৌলভী বাজার ঐক্য পরিষদের সুরমান মিয়া, কোরআন তেলোয়াত করেন মোঃ অলিউর রহমান, যুবলীগের কালাম মজুমদার, সুমন আহমেদ, সুহেল ভূইয়া,যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ,  জাতীয় শ্রমিক লীগের, রুবেল মাহমুদ, মোশাররফ, বিষ্ণু পদ দেব, কালাম দরি, আঃ সাত্তার, সুমন সহ আইজান কনস্ট্রাকশন কম্পানি এবং স্কাইল্যান্ড কম্পানির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আইজান কনস্ট্রাকশন কম্পানির একযুগ পূর্তি সংক্ষিপ্ত আলোচনা

 

পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

 

 

 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1