সিরাজুল আলমের প্রথম জানাজা সম্পন্ন হলো।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিভিন্ন ব্যক্তি এবং দলের পক্ষ থেকে মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর সকাল সাড়ে ১০টায় মরদেহ নিয়ে স্বজনরা মরহুমের গ্রামের বাড়ি নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হয়। সেখানে তাকে তাঁর বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানা গেছে।
বায়তুল মোকাররমে সিরাজুল আলম খানের জানাজার আগে কথা বলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, তাঁর ইচ্ছা, পরিবার, তাঁর গঠিত দল জেএসডির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা করে আজকের সিদ্ধান্ত, জানাজা শেষ করে এখনই আমরা নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করব। উনার বাড়ি বেগমগঞ্জ চৌরাস্তার বামপাশে। ওখানে মা ও বাবার কবরের পাশে ওনাকে দাফন করা হবে।