সোমবার, মার্চ ১৭, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিক১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেন আওয়ামী লীগ বাহরাইন...

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেন আওয়ামী লীগ বাহরাইন শাখা।

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেন আওয়ামী লীগ বাহরাইন শাখা।
মানামা : বৃহস্পতিবার (২৪ আগস্ট ২০২৩) বাহরাইনে জুফেয়ার পাচঁ তারাকা হোটেল আল মঞ্জিল এর ক্রিস্টাল বেল রোমে এই আয়োজন করা হয়।

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পি কে আব্দুল্লাহ।

আওয়ামীলীগ বাহরাইন শাখার সভাপতি মোঃ শাহজালাল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ডঃ মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পঁচাত্তরে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারবর্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন,অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রদূত ড.মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ করে তিনি আগামী কয়েক দিন পরেই বাহরাইন থেকে বিদায় নিতে যাচ্ছেন তাই বিদায়ের পূর্বে বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামিদ আল খলিফার সঙ্গে তাঁর সাক্ষাতের গুরুত্বপূর্ণ কিছু দিক আলোচনা করেন।
তিনি বলেন, আমার যাওয়ার পূর্বেই আপনারা হয়তো একটা খুশির সংবাদ পেতে পারেন। তিনি বলেন দীর্ঘদিন যাবত আমাদের ভিসা বন্ধ রয়েছে, এই বিষয়ে আমরা অনেক কাজ করেছি, তারা আমাকে আশ্বস্ত করেছেন। তবে আমি বাহরাইনের প্রধানমন্ত্রীকে বলেছি যেনো আমি থাকা অবস্থায় কমপক্ষে ফ্যামিলি ভিসাটা দেওয়ার ঘোষণা করা হয়। তিনি বলেছেন এটা করবেন। তিনি বলেন, দীর্ঘদিন আমরা বাংলাদেশ বাহরাইনের ব্যবসা বানিজ্য সম্প্রসারণেও কাজ করেছি, আমাদের দেশের সিরামিকস, ফার্মাসিউটিক্যাল অর্থাৎ মেডিসিন, আমাদের গার্মেন্টস প্রোডাক্ট, ইলেকট্রনিক আইটেম বিশ্বের অনেক দেশেই রপ্তানি করা হয়, এই সকল পণ্য সহ অন্যান্য ব্যবসা বানিজ্য সম্প্রসারণে বাহরাইন ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সঙ্গেও নানাবিধ বিষয়ে অনেক অগ্রগতি আছে তবে আমাদের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি আরও পরিবর্তন করতে হবে। তিনি বলেন, তারা আমাদেরকে দেখে আমাদের দেশ সম্পর্কে সঠিক ধারনাটা পাচ্ছেন না। তিনি বলেন এই বিষয়ে আমাদের আরও কাজ করতে হবে। তিনি বলেন, আমি রাষ্ট্রদূত না থাকলেও আমি পররাষ্ট্র মন্ত্রনালয়ে আন্ডার সেক্রেটারি হিসেবে যোগদান করছি, আমার সুযোগ থাকবে এই বিষয়গুলো নিয়ে আরও বড় পরিসরে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করার।

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী

এ সময় বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব মোঃ তাছির উদ্দিন সহ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, সৌদি আরব দাম্মাম আওয়ামী পরিষদের আলী হায়দার নানা ভাই, কামাল হোসেন, বরিশাল জনকল্যাণ ঐক্য পরিষদের সভাপতি শাহ মোঃ আব্দুল হক, উইথ ক্লাবের সভাপতি আল আমিন, নোয়াখালী পরিষদের সভাপতি কামাল আহমেদ,বিঅন মানি এক্সচেঞ্জ এর কমিউনিটি ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু,হিন্দু মহাজোটের মহাসচিব বিষ্ণু পদ দেব, আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হোসেন, দিলদার মাহমুদ, সিকান্দার খালাসি, মাহমুদুল হাসান সবুজ, রফিকুল ইসলাম বাবু, মাসুদ ভূইয়া, মোঃ শরীফ, আরিফ ভূইয়া সহ অসংখ্য নেতাকর্মী।

পরিশেষে ১৫ ই আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবার ও বাংলাদেশ বিনির্মানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1