সোমবার, মার্চ ১৭, ২০২৫
spot_img
Homeকুমিল্লা২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তরের বিক্ষোভ মিছিল

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তরের বিক্ষোভ মিছিল

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তরের বিক্ষোভ মিছিল

২১ আগস্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা করে নেতাকর্মীদের হত্যা এবং আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার প্রতিবাদে কুমিল্লার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বাগুর বাস্ট্যান্ডে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার।
এ সময় বিক্ষোভ মিছিল থেকে লিটন সরকার বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করেন রাজপথ। তিনি বলেন, একুশে আগস্টে আওয়ামীলীগের শীর্ষ নেতৃত্বকে হত্যা করতেই রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতায় করা হয়। বিক্ষোভ মিছিল থেকে তিনি একুশে আগষ্টের মাস্টারমাইন্ড পলাতক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানানো হয়। তিনি বলেন, যারা জঙ্গিবাদ কায়েম করতে চায়, কথায় কথায় মানুষ হত্যা করতে চায়, স্বাধীন বাংলাদেশের জনগণ ঐ খুনি সন্ত্রাসী বিএনপি জামাতকে আর দেখতে চায় না।

কুমিল্লা উত্তর জেলার নেতৃবৃন্দ 

এ সময় বক্তব্য রাখেন, লিটন সরকার সহ জেলার সহসভাপতি ফয়সাল বারী মুকুল, যুগ্ন সম্পাদক ইন্জিঃ যাদব রয়, সাংগঠনিক সম্পাদক রায়হান ইসলাম অনিক, দেবিদ্বার উপজেলার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, বিশাল খান, সহ চান্দিনা উপজেলা, পৌরসভার নেতৃবৃন্দ, দেবিদ্বার উপজেলা এবং বরকামতা ইউনিয়নের নেতৃবৃন্দ এবং উত্তর জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1