জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন।
নিজস্ব প্রতিবেদক: করোনাকালিন সময়ে সারাদেশে সবচেয়ে প্রশংসিত জনপ্রিয় ছাত্রনেতা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের উপর পূর্বরাগ পরিকল্পিত অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে (২০ জুন ২০২৪) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বাগুর বাস স্ট্যান্ডে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা বলেন,অনতিবিলম্বে এই হামলার সাথে জড়িত এবং পরিকল্পনাকারীদের সবাইকে আইনের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস সুমন সরকার, উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফয়সাল বারী মুকুল, দপ্তর সম্পাদক দারউস সালাম শুভ, আইন বিষয়ক সম্পাদক আল আমিন,উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামীম মোল্লা,সদস্য খাইরুল কবির টিটু, সদস্য মুস্তফা কামাল মামুন,দেবিদ্বার উপজেলার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ চান্দিনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সহ সভাপতি জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার সায়েম, আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু,যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জি.সজিব, সাবেক যুগ্ন আহবায়ক গাজী মানিক, স্বেচ্ছাসেবক নেতা এম এ এরশাদ, আব্দুল্লাহ আল মামুন, শামীম মজুমদার, তোফাজ্জল হোসেন, জামাল মুন্সী, রুবেল সরকার,আব্দুল আজিজ ভূঁইয়া, আবুল কালাম, মইন আহমেদ,মো.সফিক,
চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুসা জনি,আবুল বাসার, শাহাদাত হোসেন, মো. সুমন, মাহবুবুর রহমান, রোকন উদ্দিন, সোহেল ভূঁইয়া,মহিউদ্দিন, নাজমুল হোসেন, ইঞ্জি. রাসেল, দেলোয়ার হোসেনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।