আওয়ামীলীগের নেতৃত্বেই বাকী উন্নয়নগুলো হবে। দেবিদ্বার রসুলপুরে এমপি রাজী
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩) দেবিদ্বার ৩ নং রসুলপুর ইউনিয়নে শিক্ষা উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনআকাংঙ্খা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বারের জনসাধারণের প্রিয় ঠিকানা জনাব রাজী মোঃ ফখরুল এমপি।
এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, এক সময়ে যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারতোনা, হাঁটু পানি লেগে থাকতো, গাড়ি চলতোনা, রিক্সা চলতোনা, কিন্তু আজকে কত সুন্দরভাবে আপনারা চলাচল করতে পারছেন।আমি টেন্ডার করে দিবো। আওয়ামীলীগের নেতৃত্বে বাকী রাস্তার কাজও হবে।
মাননীয় সাংসদ তার বলিষ্ঠ কন্ঠে বলেন,
আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী আবারও প্রধানমন্ত্রী হবেন, আপনারা উন্নয়ন অবশ্যই পাবেন শুধু সুনিশ্চিত করতে হবে, এই দেবিদ্বারে নৌকার মাঝি যাকেই দেওয়া হবে তাকেই নির্বাচিত করতে হবে। এটা আমি রাজী মোঃ ফখরুল হই বা অন্য কেউ হোক, কারন উন্নয়নের মার্কাটাই নৌকা। এ সময় তিনি সকলকে সাথে নিয়ে শ্লোগান তুলেন এবং প্রশ্ন করেন, উন্নয়নের মার্কা কি? সকলে সমবেত কন্ঠে বলে উঠেন নৌকা। এই সময় তিনি সকলকে আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রদানের আহবান জানান।
উল্লেখ্য দেবিদ্বারের মাননীয় সংসদ সদস্য রাজী মোঃ ফখরুল প্রায় প্রতিদিনই অত্র উপজেলার প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত শিক্ষা উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনআকাংঙ্খা বিষয়ক মতবিনিময় সভায় জনসাধারণের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন এবং বিভিন্নমুলক শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট উদ্বোধন করছেন এবং উন্নয়নের পক্ষে নৌকায় ভোট প্রদানের আহবান জানাচ্ছেন।