আবারও গুণিজন সম্মাননা পেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার।
কুমিল্লা – আজ শনিবার (১৪ই অক্টোবর ২০২৩) কুমিল্লা নজরুল ইন্সটিটিউটে ‘ দৃষ্টান্ত ফাউন্ডেশন ও কেট’স হোম এর পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়। প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে বিড়ালের
র্যাম্প শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা ও কেট’স হোম। এই দিন সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন গুণিজনকে সম্মাননা প্রদান করা হয়। করোনাকালিন সময়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে লাশ দাফন কাফন সৎকার কাজ সহ মানবিক গুনাবলীর কারণে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও টিম ১০১ এর প্রদান সমন্বয়ক মোঃ লিটন সরকারকে। সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন এই সম্মাননা লিটন সরকারের হাতে তুলে দেন। এই সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন র্যাম্প শো এ অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানটি স্পন্সর করেন আর কে ফিড এন্ড প্লোট্রি লিমিটেড।

উল্লেখ্য তিনি সেই লিটন সরকার “যখন স্বজনরা ছিলো না পাশে, সারারাত লাশ পরেছিল কেউ সহানুভূতি দেখাতেও আসেনি, সেই লাশ ১২ ঘন্টা পর দাফন /সৎকার করেছেন লিটন সরকার। করোনাকালিন দূর্যোগ মুহুর্তে এমন ১০০ শতকের বেশি লাশ দাফন করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পেয়েছেন অনেক সম্মাননা। কখনও করোনা হিরো, কখনও মানবিকতায় বিশেষ সম্মাননা, কখনও করোনা যোদ্ধা হিসেবে ভূষিত হন।
তিনি সেই লিটন সরকার যিনি লকডাউনে অনাহারে থাকা, অসহায় হতদরিদ্রদের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী সহ নগদ অর্থ সহায়তা দিয়েছেন।
অক্সিজেন সেবা, বৃক্ষরোপণ, কৃষকদের ধান কাটা মাড়াই, মেডিকেল টিম গঠন করে ফ্রী চিকিৎসা সেবা, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা, প্রতিবন্ধী, হতদরিদ্র ও চিকিৎসা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করেছেন এই মানবিক নেতা।
একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে মসজিদ নির্মাণে সহায়তা, হাফেজদের বিনামূল্যে খাবার খাওয়ানো, মসজিদ মাদ্রাসায় সাহায্য সহযোগিতায় ধর্মীয় রীতিনীতি সামাজিকতায় অসাধারণ একজন ব্যক্তিত্ব লিটন সরকার। আজকে দৃষ্টান্ত ফাউন্ডেশন এবং কেট’স হোম তাকে আবারও সম্মানিত করে মানবতাকেই সম্মান দেখালো।
