মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
spot_img
Homeমতামতভারত বাংলাদেশ কানেক্টিভিটি সম্প্রসারণ, দেশ বিরোধী অপপ্রচার।

ভারত বাংলাদেশ কানেক্টিভিটি সম্প্রসারণ, দেশ বিরোধী অপপ্রচার।

ভারত – বাংলাদেশে যদি রেল চল্লে দেশ বিক্রি হয়ে যায় তাহলে
পৃথিবীর অনেক উন্নত দেশেই চলাচলের জন্য চেকপোস্ট, বর্ডার কোনো কিচ্ছু নাই। অনায়াসে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছে। তার মানে কি তারা স্বাধীন দেশ নাই? তারা দেশ বিক্রি করে দিয়েছে?

একটা দেশের উন্নয়নের সবচেয়ে বড় ধাপ হচ্ছে কানেক্টিভিটি।এতে করে দুই দেশের ব্যাবসা বানিজ্য অর্থনীতি সম্প্রসারণ হয়।

বাংলাদেশ ও ভারত এরমধ্যে দিয়ে দুদেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে। আর বাংলাদেশও পেতে যাচ্ছে ভারতের ভূমি ব্যবহার করে নেপালে রেল সংযোগের মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহনের সুযোগ।

চারদিকে একটু খেয়াল করে দেখবেন – যারা কথায় কথায় ভারত বিরোধীতা করে তারাই সবার আগে ভিসা নিয়ে ভারত বসে থাকে। চিকিৎসা, ব্যাবসা,বানিজ্য মার্কেটিং সবকিছু করতে তারাই সিরিয়াল দেয় সবার আগে।
কিছু দিন আগেও দেখলাম ঠিক এই শ্রেণীটাই ভারত বয়কটের ক্যাম্পেইন করেছে, অথচ একদিন ভারত থেকে পেঁয়াজ আশা বন্ধ থাকলে পেঁয়াজের দামের ঝাঁঝে বাংলাদেশের মানুষের কান্না থামেনা, বাকী সবকিছু নাই বল্লাম।

আরেকটা কথা, একাত্তরে এই ভারত যেভাবে নিজেদের রক্ত দিয়ে, অ স্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে,থাকার আশ্রয় দিয়ে, খাদ্য দিয়ে নিরস্ত্র বাঙালিদের সহযোগিতা করে এই দেশ স্বাধীন করে দিয়েছে তা পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত।

দেশ বিক্রি নয়, যদি ভারত চাইতো একাত্তরের পরে তাদের হাজার হাজার সৈন্য বাহিনী এখনও বাংলাদেশে থাকতো যা পৃথিবীর অনেক দেশেই যুদ্ধের পরে রয়েগেছে।
শুধু বঙ্গবন্ধুর এক কথায় সেই সময়ে শ্রীমতী ইন্দ্রা গান্ধী তাঁর বাহিনী ফিরিয়ে নিয়েছেন।

বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সম্পর্ক এই বাংলার মাটি ও মানুষের সঙ্গে, অস্তিত্বের সঙ্গে। বঙ্গবন্ধু এই দেশের মানুষের জন্য নিজের জীবন দিয়েগেছেন। তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনাও পশ্চিমাবিশ্বের কুমিরদের সঙ্গে জীবন বাজী রেখে দেশের জন্য লড়ে যাচ্ছেন।
কিছুদিন আগেও এই শ্রেনীটা বলেছিল দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে।এটা সত্য শ্রীলঙ্কার অবস্থা যখন খারাপ, পাকিস্তানের তখন আরও খারাপ অবস্থা, ভারতে তখন অর্থনৈতিক মন্দা, তেমনি অনেক দেশেই তাদের অর্থনৈতিক অবস্থা টালমাটাল ছিলো। এটা ঠিক যে ঐ সমস্ত দেশে হয়তো অনেককিছুরই অভাব ছিলোনা,উন্নয়নের অভাবও ছিলোনা, তবে অভাব ছিলো শুধু একজন শেখ হাসিনার।যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এইতো সেদিন বিশ্ব ব্যাংকের পদ্মাসেতুর অর্থবন্ধের চোখরাঙানিকে বৃদ্ধাঙালি দেখিয়ে নিজেদের অর্থায়নে পদ্মাসেতু বাস্তবায়ন করেছেন। এমন হাজার হাজার স্বপ্নের বাস্তবায়নকারী এই দেশে একজনই তিনি শেখ হাসিনা।

তাই বলছি , যতদিন থাকবে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ।

শরীফুল ইসলাম
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তর জেলা।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

স্বপ্নের পদ্মা সেতু এন্ড মেট্রোরেল

- বিজ্ঞাপন -spot_img
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক জনপ্রিয়

মন্তব্য

UA-270723695-1